বাসস ক্রীড়া-৮ : বাংলাদেশের সাথে কাজ করতে মুখিয়ে আছেন ভেট্টোরি

110

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বাংলাদেশ
বাংলাদেশের সাথে কাজ করতে মুখিয়ে আছেন ভেট্টোরি
ঢাকা, ২৮ জুলাই ২০১৯ (বাসস) : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন স্পিন বোলিং কোচ হিসেবে নতুন নিয়োগ পেতে নিউজিল্যান্ডের সাবেক তারকা ড্যানিয়েল ভেট্টোরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন গতকালই ভেট্টোরিকে নতুন এ দায়িত্ব দেয়ার ঘোষণা দেন।
এরপরই এক বিবৃতিতে ভেট্টোরি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশের লক্ষ্য করছি এবং বাংলাদেশ সফরের অনেক সুখ-স্মৃতি রয়েছে আমার।’
বাংলাদেশ দলে ভালো মানের স্পিনার রয়েছে বলেও জানান ভেট্টোরি। তাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভেট্টোরি, ‘এই দল উন্নতির পথে আছে এবং এই দলে অনেক অভিজ্ঞ ও সম্ভাবনাময় ক্রিকেটার রয়েছে। সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও অন্যান্য যারা উঠতি স্পিনার আছে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। নিজের অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে দলকে আরো ভাল অবস্থানে নিতে কাজ শুরুর অপেক্ষায় আছি।’
দেশের হয়ে ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪টি টি-২০ ম্যাচ খেলেছেন ভেট্টোরি। তার এই অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে সহায়তা করতে চান এই বাঁ-হাতি স্পিনার, ‘স্পিন বোলিং ঐতিহ্যগত বাংলাদেশের বড় শক্তি। ক্রিকেটার ও কোচ হিসেবে সব সংস্করণে আধুনিক যুগের স্পিন বোলিংয়ে আমার অভিজ্ঞতা ও জ্ঞান আমি ভাগাভাগি করতে চাই। বোলারদের সাহায্য করতে চাই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে, যেন তারা তাদের প্রতিভা ও দক্ষতাকে বিকশিত করতে পারে।’
১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে ৩৬২ উইকেট, ওয়ানডে ৩০৫ উইকেট ও টি-২০তে ৩৮টি উইকেট নিয়েছেন ভেট্টোরি।
বাসস/এএমটি/১৭২৫/মোজা/স্বব