বাজিস-৭ : নীলফামারীতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

108

বাজিস-৭
নীলফামারী- দুর্ঘটনা
নীলফামারীতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
নীলফামারী, ২৮ জুলাই ২০১৯ (বাসস): জেলা সদরে আজ সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ৭ টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের রশিদুল ইসলামের পুত্র।
দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের অপর আরোহি মমতা খাতুনকে (২০) নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করার পর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মমতা সম্পর্কে নিহত হাবিবুরের চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাবিবুর ও মমতা উত্তরা ইপিজেডে সোয়েটার ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ কররেন। প্রতিদিনের মতো রোববার সকালেও হাবিবুর মোটরসাইকেলে তার চাচাতো বোনকে সঙ্গে নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস হাবিবুরের মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন হাবিবুর।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে নিহত হাবিবুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি আটক জব্দ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৭১৫/এমকে