টস জিতে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ

164

কলম্বো, ২৮ জুলাই ২০১৯ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্বান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ।
একটি পরিবর্তন নিয়ে দ্বিতীয় ওয়ানডে সরা একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেসার রুবেল হোসেনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
দু’টি পরিবর্তন হয়েছে শ্রীলংকার একাদশে। প্রথম ওয়ানডে খেলে ৫০ ওভারের ম্যাচ থেকে অবসর নেয়া পেসার লাসিথ মালিঙ্গার জায়গায় দলে এসেছেন ইসুরু উদানা। এছাড়া বাদ পড়েছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। তার পরিবর্তে দলে এসেছেন আকিলা ধনঞ্জয়া।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ : দিমুথ করুনারতেœ (অধিনায়ক), কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও ইসুরু উদানা।