বাসস দেশ-২২ : সিলেট সিটি নির্বাচন : বৃহস্পতিবার মনোনয়ন কিনেছেন এক মেয়র ও ১৪ কাউন্সিলর প্রার্থী

382

বাসস দেশ-২২
সিলেট-সিটি-নির্বাচন
সিলেট সিটি নির্বাচন : বৃহস্পতিবার মনোনয়ন কিনেছেন এক মেয়র ও ১৪ কাউন্সিলর প্রার্থী
সিলেট, ২১ জুন ২০১৮ (বাসস) : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার একজন মেয়র প্রার্থী ও ১৪ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এ পর্যন্ত ৫ জন মেয়র প্রার্থী, ১৪০ জন কাউন্সিলর (সাধারণ) ও ৫৪ জন কাউন্সিলর (সংরক্ষিত নারী) প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানায় সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, আগামী ৩০ জুলাই সিলেটসহ তিন সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ডা. মোয়াজ্জেম হোসেন খান নামে ইসলামী আন্দোলনের এক মেয়র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। বুধবার পর্যন্ত মনোনয়ন ক্রয় করা ৪ জনের মধ্যে একজন রয়েছেন বিএনপির। অন্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন। এরা হলেন এহসানুল মাহবুব ফেরদৌস (স্বতন্ত্র), এহসানুল হক তাহের (স্বতন্ত্র), মুক্তাদির হোসেন তাপাদার (স্বতন্ত্র) ও আব্দুল কাইয়ুম জালালী পংকী (বিএনপি)।
নির্বাচন কর্মকর্তা জানান, তফসিল অনুযায়ী আগামী ২৮ জুন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিল চলবে। মনোনয়নপত্র বাছাই হবে ১-২ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই, প্রতীক বরাদ্দ হবে ১০ জুলাই।
বাসস/সবি/এমএআর/২১২১/এসই