বাজিস-৩ : ধলেশ্বরীতে নিখোঁজ ১ কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

133

বাজিস-৩
সাভার-মৃতদেহ উদ্ধার
ধলেশ্বরীতে নিখোঁজ ১ কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার
সাভার, ২৮ জুলাই, ২০১৯ (বাসস) : সাভারে ধলেশ্বরী শাখা নদীতে নিখোঁজ ৩কলেজ ছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। আজ বেলা ১১টার দিকে ধলেশ্বরী নদীর পাগলার মোড় এলাকা থেকে আকাশ নামের নিখোঁজ ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ অপর দুই কলেজ ছাত্র এখনো উদ্ধার হয়নি।
এদিকে নদীতে গভীর স্রোত থাকায় গত রাতে উদ্ধার অভিযান বন্ধ থাকলেও আজ সকালে ফের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবরিদল। নিখোঁজ তিন কলেজ ছাত্র হলো- রাজধানীর ধানমন্ডীর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বেের্ষর ছাত্র মেহেদী, রাজন ও আকাশ।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর ধানমন্ডী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারে ধলেশ্বরী শাখা নদীর বাড়ইগ্রামে নদীতে গোসল করতে নামে। এসময় গোসল শেষে একে একে সবাই সাঁতরে নদীর তীরে উঠলেও ওই তিন শিক্ষার্থী উঠতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীর দুই পাড়ে এসময় নিখোঁজ ওই তিনজনের স্বজনসহ অসংখ্য মানুষ ভিড় জমায়।
এদিকে, ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রীজের নিচে পড়ে যাওয়া ট্যাক্সি ক্যাব কিংবা এর চালককেও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবরিদল।
বাসস/সংবাদদাতা/১২৫১/নুসী