‘২০২১ সালকে আন্তর্জাতিক শিশুশ্রম মুক্ত বর্ষ ঘোষণা’

748

ঢাকা, ২৭ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক) : জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) ২০২১ সালকে আন্তর্জাতিক শিশুশ্রম মুক্ত বর্ষ ঘোষণা করেছে। সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়েছে। ইউএনজিএ এর বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-কে অগ্রগামী ভূমিকা পালন করতে বলেছে।
আজ আইএলও এক বিবৃতিতে জানায়, ‘ইউএনজিএ বাধ্যতামূলক শ্রম ও শিশুশ্রম নির্মূল করার জন্য জোর প্রচেষ্টা চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।’
ইউএনজিএ গৃহীত প্রস্তাবটিতে উল্লেখ করেছে যে, ‘বাধ্যতামূলক শ্রম নির্মূল, আধুনিক দাসবৃত্তি ও মানব পাচার বিলোপ, শিশুদেরকে যোদ্ধা হিসেবে নিয়োগসহ সব ধরনের শিশুশ্রম বন্ধ নিশ্চিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে এবং ২০২৫ সাল নাগাদ সব ধরনের শিশুশ্রম নিষিদ্ধ করতে সদস্য দেশগুলো দৃঢ়প্রতিজ্ঞ।’
ইউএনজিএ আইএলও’র ন্যূনতম বয়স সংক্রান্ত কনভেনশন, ১৯৭৩ (নং. ১৩৮) এবং নিকৃষ্টতম শিশুশ্রম সংক্রান্ত কনভেনশন, ১৯৯৯ (নং. ১৮২) এর প্রয়োজনীয়তার ব্যাপারে স্বীকৃতি দিয়েছে। যা আইএলও’র ১৮৭টি দেশের এই কনভেনশন এবং শিশু অধিকার কনভেনশনের সার্বজনীন অনুমোদনের প্রায় সমতুল্য।
এতে টেকসই উন্নয়নের জন্য ‘শিশুশ্রম নিমর্ূূলের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন নিশ্চিতে বৈশ্বিক অংশিদারিত্বের পুনরুজ্জিবিত করার প্রয়োজনীয়তার স্বীকৃতি দেয়া হয়েছে।’
জাতিসংঘে আর্জেন্টিনার প্রতিনিধি মার্টিন গার্সিয়া মোরিত এন বলেন, ‘আমরা আশা করি যে এটা দিনে দিনে বিশ্ব থেকে শিশুশ্রম ও শিশুদের উপর নির্যাতন নির্মূলে আমাদের প্রচেষ্টা ও অগ্রগতিকে আরো দ্বিগুণ বেগবান করে এমন একটি বিশ্ব গড়ে তুলতে সহায়তা করবে যেখানে সকলের জন্য উপযুক্ত ও ঝুঁকিমুক্ত কাজের পরিবেশ বাস্তব রূপ লাভ করবে।’
আইএলও এলাইয়েন্স ৮.৭ এর অংশীদার এবং সংগঠনটি বিশ্বজুড়ে বাধ্যতামূলক শ্রম, আধুনিক দাসবৃত্তি, মানব পাচার ও শিশুশ্রম বন্ধের জন্য বৈশ্বিক অংশীদারিত্বের সচিবালয় হিসেবে কাজ করে। সাম্প্রতিক বছরগুলোতে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। শুধুমাত্র ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যেই বিশ্বের শিশুশ্রম ৩৮ শতাংশ হ্রাস পেয়েছে।
ওয়ার্ক ব্রাঞ্চে আইএলও’র ফান্ডামেন্টালস প্রিন্সিপাল অ্যান্ড রাইটস এর প্রধান বিয়েট অ্যান্ড্রিস বলেন, ‘বিগত দুই দশকে শিশুশ্রমের বিরুদ্ধে পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণের মাত্রা অসাধারণ গতি সঞ্চার করেছে।’ তিনি আরো বলেন, ‘এখনো বিশ্বে ১৫ কোটি ২০ লাখ শিশু শ্রমিক রয়েছে। তাই আমাদের অবশ্যই আরো জোরদার পদক্ষেপ নেয়া উচিত। এখনো বিভিন্ন খনি, কারখানা ও ঝুঁকিপূর্ণ পরিবেশ কর্মরত লাখ লাখ মেয়ে ও ছেলে শিশুর ব্যাপারে মনযোগ দিতে সাধারণ পরিষদ ঘোষিত ২০২১ ইন্টারন্যাশনাল ইয়ার ফর দ্য এলিমিনেশন অব চাইল্ড লেবার অনেক সহায়ক হবে।’