বাসস দেশ-২২ : রাজধানীতে ৬টি আগ্নেয়াস্ত্র ও অর্ধশত রাউন্ড গুলি উদ্ধার : গ্রেফতার ৩

181

বাসস দেশ-২২
অস্ত্র উদ্ধার-গ্রেফতার
রাজধানীতে ৬টি আগ্নেয়াস্ত্র ও অর্ধশত রাউন্ড গুলি উদ্ধার : গ্রেফতার ৩
ঢাকা, ২৭ জুলাই ২০১৯ (বাসস) : রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৪৭ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (পূর্ব) বিভাগ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- খান মো: ফয়সাল, মো: জিয়াউল আবেদীন ওরফে জুয়েল ও মো: জাহেদ আল আবেদীন ওরফে রুবেল। এ সময় তাদের কাছ থেকে একটি একে ২২ রাইফেল, চারটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার এবং ৪৭ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো: মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাতে রাজাধানীর খিলগাঁও থানাধীন ২৬৯/এ/ক, সিপাহীবাগ (চারতলা গলি, বায়তুল হুদা মসজিদ সংলগ্ন), ফাইভ স্টার নিবাসের সামনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
যুগ্ম কমিশনার মো: মাহবুব আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় জন্য তারা ভাড়া সন্ত্রাসী হিসেবে কাজ করতো। চাঁদাবাজি ও হত্যা ছিল তাদের প্রধান কাজ।
বাসস/এমএমবি/১৯০১/কেএআর