বাসস ক্রীড়া-১০ : দল ঘুড়ে দাঁড়াবে বিশ্বাস সুজনের

163

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-খালেদ
দল ঘুড়ে দাঁড়াবে বিশ্বাস সুজনের
কলম্বো, ২৭ জুলাই ২০১৯ (বাসস) : ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগে বাজে পারফরমেন্সে কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলংকার কাছে নাকানিচুবানি খায় সফরকারী বাংলাদেশ। ৯১ রানে ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে এখন টাইগাররা। সিরিজের টিকে থাকতে হলে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই বাংলাদেশের। তবে জয়ের ব্যাপারে বেশ আশাবাদি বাংলাদেশ ক্রিকেট দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন।
দ্বিতীয় ওয়ানডের আগে আজ কলম্বো সুজন বলেন, ‘ম্যাচ হারলে কখনোই ভালো লাগে না। তবে এখনও আমাদের সুযোগ আছে। কালকের (রবিবার) ম্যাচে ভালো করতে পারলে ঘুড়ে দাঁড়াতে পারবো। আমি মনে করি, আমাদের সামর্থ্য আছে ভালো করার। আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াব।’
সিরিজের প্রথম ম্যাচেই হারের লজ্জা পায় বাংলাদেশ। তাই সিরিজে পিছিয়ে বাংলাদেশ। এ অবস্থাতেও সিরিজে ফেরার সম্ভব বলে মনে করেন সুজন, ‘প্রথম ম্যাচ হারের পর সিরিজে ফেরাটা কঠিন হয়ে পড়েছে। কিন্তু লড়াইয়ে ফেরাটা অসম্ভব নয়। যদি আমরা দ্বিতীয় ম্যাচ জিততে পারি তবে সবকিছু অন্যরকম হয়ে যাবে। শ্রীলংকা কঠিন প্রতিপক্ষ, তবে তাদের যে হারানো যাবে না তা কিন্তু না।’
প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও, বোলারদের পারফরমেন্সে খুশি সুজন। ইতিবাচক দিক খুঁেজ বের করেছেন তিনি, ‘একটা সময় মনে হয়েছিল শ্রীলংকা ৩৭০-৩৮০ রান করবে। শেষ পর্যন্ত তা হয়নি। শেষ ১০ ওভারে আমরা ৭০ রান কম দিয়েছি, যা ইতিবাচক একটি দিক। এছাড়া ব্যাটিং-এ শুরুতে অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছি। যদি দ্রুত উইকেট পতন না হতো তাহলে অন্য কিছু হতো।’
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে একাদশে কোনও পরিবর্তন আসছে কি-না, এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘আমার মনে হয় না পরিবর্তন দরকার আছে। প্রথম ম্যাচে আমরা সম্ভাব্য সেরা দলটাই নামিয়েছি। পরিবর্তনের কথা আমরা এখনও চিন্তা করিনি। আমি বিশ্বাস করি, পরিবর্তন সব সময় ইতিবাচক ফল নিয়ে আসে না।’
বাসস/এএমটি/১৭৫৫/মোজা/স্বব