বাসস ক্রীড়া-৭ : ‘ম্যাচ জয়ী খেলোয়াড় হও’ তরুণদের প্রতি মালিঙ্গা

112

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-মালিঙ্গা
‘ম্যাচ জয়ী খেলোয়াড় হও’ তরুণদের প্রতি মালিঙ্গা
কলম্বো, ২৭ জুলাই ২০১৯ (বাসস) : ফর্মের থাকার পরও তরুণ বোলারদের সুযোগ করে দিতেই ১৫ বছরের ওয়ানডে ক্রিকেটকে বিদায় দিয়েছেন শ্রীলংকার ডান-হাতি পেসার লাসিথ মালিঙ্গা। কলম্বোয় বিদায়ী ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন। ৩৮ রানে নিয়েছেন তিনটি উইকেট। তাই নিশ্চিতভাবে বলা যায়, ক্রিকেট ভক্তরা অনেকেই বলেছেনÑ আরও কিছুদিন অনায়াসেই খেলে যেতে পারতেন মালিঙ্গা। কিন্তু না, মালিঙ্গা তা মনে করেন না। এখনই ওয়ানডে ক্রিকেটকে বিদায় দেয়ার সেরা সময় বলে মনে করেন তিনি। তাই যাদের সুযোগ করে দিতে ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেয়া, সেই তরুণ বোলারদের শেষ বেলায় মালিঙ্গার পরামর্শ, ‘ম্যাচ জয়ী খেলোয়াড় হও।’
গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালিঙ্গা বলেন, ‘অধিনায়করা আমার কাছে উইকেট চেয়েছেন, ক্যারিয়ার জুড়ে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশা করব, সব তরুণ বোলারও তাদের সেরাটা দেবে। ক্রিকেটে টিকে থেকে বেশিদূর যাওয়াটা কঠিন বলে আমি মনে করি। ম্যাচ উইনার হতেই হবে খেলোয়াড়দের। যা আমি ভবিষ্যতে দেখতে চাই। তরুণ বোলারদের ম্যাচ জয়ী পারফরম্যান্স দেখাতে হবে এবং লোকে যেন বলে, সে ম্যাচ জেতানো বোলার। আমাদের দলে বেশ কয়েকজনের সেই সামর্থ্য আছে, তাদের যতœ নিতে হবে। অনেক পরিশ্রম করতে হবে তরুণ বোলারদের।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ শেষেই ওয়ানডেকে বিদায় বলবেন বেশ আগেই জানিয়ে রেখেছিলেন মালিঙ্গা। এরপর নির্বাচক, কোচ-অধিনায়করা অনুরোধ করেছিলেন পুরো বাংলাদেশ সিরিজটা খেলতে। কিন্তু নিজের সিদ্বান্তে অটল ছিলেন ৩৫ বছর বয়সী মালিঙ্গা। তার মতে এখনই সময় ওয়ানডে ক্রিকেট গুড বাই বলার। মালিঙ্গা জানান, ‘গত ১৫ বছর আমি শ্রীলংকার হয়ে খেলেছি। সত্যিই এটি আমার জন্য অনেক বড় সম্মানের। ক্রিকেটপ্রেমিদের পাশে পেয়ে আমি খুশি। আমার মনে হয়, ওয়ানডেকে বিদায় বলার এখনই সঠিক সময়। কারণ আমাদের লক্ষ্য হওয়া উচিত ২০২৩ বিশ্বকাপ। ঐ আসরকে সামনে রেখে আমাদের এখন থেকেই তৈরি হতে হবে। তাই আমার মনে হয়েছে, আমার সময় শেষ , আমাকে যেতে হবে।’
বিদায়ী ম্যাচে ৯ দশমিক ৪ ওভার বল করে ২ মেডেনসহ ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে ইনিংসের প্রথম ওভার বোলিং করতে আসেন তিনি। পঞ্চম ডেলিভারিতে দুর্দান্ত ইনসুইং ইর্য়কারে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে বোল্ড করেন মালিঙ্গা। তামিমের সঙ্গী আরেক ওপেনার সৌম্য সরকারকেও বোল্ড করেছেন তিনি। আর বাংলাদেশের শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমানকে শিকার করে নিজের শেষ ম্যাচটা আলোকিত করেছেন মালিঙ্গা। বিদায়ী ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্সের পরও দলের জয়টাই মুখ্য ছিলো মালিঙ্গার কাছে। তিনি বলেন, ‘আমি অবসরে যাচ্ছি কিংবা যাচ্ছি না, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল জয়। আমরা তরুণ একটা দল, আমরা জয়ের জন্য মুখিয়ে আছি। সম্প্রতি আমাদের জয়ের মধ্যে ছিলাম না। জয়ের জন্য আমরা ক্ষুর্ধাত হয়ে উঠেছিলাম।’
শেষ ম্যাচে তিন উইকেট নিয়ে ২২৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে নিজের শিকার সংখ্যাকে ৩৩৮এ উর্ত্তীন করেছেন মালিঙ্গা। ওয়ানডে ক্রিকেটে লংকার তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকার মালিঙ্গা। তার উপরে আছেন কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও পেসার চামিন্ডা ভাস। ৩৪৩ ম্যাচে মুরালিধরন ৫২৩টি ও ৩২১ ম্যাচে ৩৯৯ উইকেট শিকার করেছেন ভাস।
বাসস/এএমটি/১৬৫০/মোজা/স্বব