বান্দরবানে ৫২৫ জনকে বিভিন্ন ভাতা প্রদান

227

বান্দরবান, ২৭ জুলাই ২০১৯ (বাসস): জেলায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় মোট ৫২৫ জনকে বিভিন্ন ভাতা প্রদান করা হয়েছে।
এদের মধ্যে ২৯৩ জনকে বয়স্ক ভাতা, ১২৩ জনকে বিধবা ভাতা এবং ১০৯ জন অসচ্ছল প্রতিবন্ধীকে ভাতা প্রদান করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আজ শনিবার সকালে বান্দরবান অরুণ সারকী টাউন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই ভাতা তুলে দেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র ইসলাম বেবী প্রমুখ।
অনুষ্ঠানে ১১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি, ৩টি ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানাকে চেক বিতরণ এবং ৯জন প্রতিবন্ধী ব্যক্তিকে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘স্বাধীনতা বিরোধীরাই এ দেশের উন্নয়ন চায় না, কল্যাণ চায় না। তারাই এখন পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে।’ পদ্মা সেতু নিয়ে এসব গুজব রটনাকারীদের ব্যাপারে তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।