বাসস ক্রীড়া-৫ : প্রীতি ম্যাচে এ্যাথলেটিকোর কাছে ৭-৩ গোলে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

134

বাসস ক্রীড়া-৫
ফুটবল-প্রীতি
প্রীতি ম্যাচে এ্যাথলেটিকোর কাছে ৭-৩ গোলে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
নিউ ইয়র্ক, ২৭ জুলাই ২০১৯ (বাসস) : দিয়েগো কস্তার চার গোলে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৭-৩ গোলে বিধ্বস্ত করেছে এ্যাথলেটিকো মাদ্রিদ।
বিরতির আগেই হ্যাটট্রিক পূরণ করেন কস্তা। এরপর ৬৫ মিনিটে লাল কার্ড দেখে বাইরে চলে যাবার আগে করেছেন আরো এক গোল। একইসময় মাদ্রিদ মিডফিল্ডার কারভাহালও লাল কার্ড পেলে শেষ পর্যন্ত দুই দলকেই ১০জন নিয়ে খেলতে হয়েছে।
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা ম্যাচের শুরুটাই খারাপ ভাবে করেছিলাম। সর্বোচ্চ পর্যায়ের ভাল মানের একটি প্রতিপক্ষের বিপক্ষে এই ধরনের শুরু কখনই কাম্য নয়। খেলোয়াড়রাও বিষয়টি বুঝতে পেরেছে এবং তারাও দারুন হতাশ। আমরা এই পরাজয় নিয়ে চিন্তা করতে চাই না। এটা প্রাক-মৌসুম ম্যাচ। প্রতিটি ক্ষেত্রেই তারা আমাদের তুলনায় ভাল খেলেছে, এটাই মূল কথা।’
ইউরোপের বাইরে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কাল জিদানের দল ছিল একেবারেই অগোছালো। ২৪ মিনিটে এ্যাথলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাকের সাথে সংঘর্ষে সার্বিয়ান তারকা লুকা জোভিচ মাঠ ছাড়তে বাধ্য হন। জিদান এখন শুধুমাত্র তার ইনজুরি তালিকা যেন আর দীর্ঘ না হয় সেই প্রার্থনাই করতে পারেন। ইতোমধ্যেই আর্সেনালের বিপক্ষে মঙ্গলবার হাঁটুর লিগামেন্টে গুরুতর ইনজুরি নিয়ে প্রায় নয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন মার্কো আসেনসিও।
১২৬ মিলিয়ন ইউরোতে বেনফিকা থেকে চলতি মাসে দলে আসা ১৮ বছর বয়সী পর্তুগীজ স্ট্রাইকার হোয়াও ফেলিক্স এ্যাথলেটিকোর হয়ে দুই গোল দিয়েছেন, সাথে সহযোগিতা করেছেন আরো দুই গোলে। এ্যাঞ্জেল কোরেয়ার গোলে বিরতির আগে ৫-০ গোলের লিড পায় এ্যাথলেটিকো।
এর আগে প্রথম মিনিটেই ফেলিক্সের ক্রসে কস্তা এ্যাথলেটিকোকে এগিয়ে দিয়েছিলেন। ৮ মিনিটে সাওল নিগুয়েজের কাট-ব্যাকে ফেলিক্স ব্যবধান দ্বিগুন করেন। ১৯ মিনিটে কোরেয়ার শক্তিশালী শট আটকানোর সাধ্য ছিলনা রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবাট কোরটোয়িসের। ২৮ মিনিটে কস্তা তার দ্বিতীয় গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় এ্যাথলেটিকো। সার্জিও রামোসের একটি ভুল পাসে বল পেয়ে সাওল কস্তার দিকে এগিয়ে দিয়েছিলেন। বিরতির ঠিক আগে ইসকোর বিপক্ষে আদায় করা পেনাল্টি থেকে কস্তা তার হ্যাটট্রিক পূরণ করেন।
বিরতির পরপরই ৫১ মিনিটে কস্তা তার চতুর্থ গোল করার পর এডেন হ্যাজার্ডের পাস থেকে নাচোর গোলে ৫৯ মিনিটে মাদ্রিদ এক গোল পরিশোধ করে। এর কিছুক্ষণ পরেই ড্যানিয়েল কারভাহাল ও কস্তার মধ্যে বিরোধে দু’জনকেই লাল কার্ড পেয়ে বাইরে চলে যেতে হয়েছে। ৭০ মিনিটে ভিটোলো একক প্রচেষ্টায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ালে ৭-১ গোলে লিড পায় দিয়েগো সিমিয়োনের দল। পেনাল্টি স্পট থেকে করিম বেনজেমার গোলের পর ৮৯ মিনিটে জাভি হার্নান্দেজ আরো এক গোল করলে পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাদ্রিদ।
বাসস/নীহা/১৫১৫/স্বব