বনানী কেন্দ্রীয় জামে মসজিদে ২৩ জুন থেকে হজ্ব প্রশিক্ষণ শুরু

407

ঢাকা, ২১ জুন, ২০১৮ (বাসস) : বনানী কেন্দ্রীয় জামে মসজিদে আগামী ২৩ জুন শনিবার থেকে হজ্ব প্রশিক্ষণ শুরু হবে। প্রতিদিন সকাল ৯ টা ১৫ মিনিট হতে দুপুর ১ টা ৪৫ মিনিট পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
২৩ জুন শনিবার পর্যায়ক্রমে উমরা পালন, ৩০ জুন পর্যায়ক্রমে হজ্ব পালন এবং ৭ জুলাই মদিনা জিয়রাহ ও হজ্ব পরবর্তী করণীয় বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লেখ্য, প্রশিক্ষণ সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহণের জন্যে কোনো প্রকার ফি দিতে হবে না। এ ছাড়া প্রশিক্ষণে পুরুষ ও মহিলাদের বসার পৃথক ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রয়োজনে মোহাম্মাদ ফরহাদ হোসেনের সঙ্গে মোবাইল ০১৮৬৪-৮৬৪৮৬৪ নম্বরে যোগাযোগ করা যাবে।