বাসস ক্রীড়া-১৮ : নয় বছর পর দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড শ্রীলংকার

259

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-বাংলাদেশ
নয় বছর পর দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড শ্রীলংকার
কলম্বো, ২৬ জুলাই ২০১৯ (বাসস) : বাঁ-হাতি ব্যাটসম্যান কুশল পেরেরার সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রানের বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক শ্রীলংকা। এর মাধ্যমে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো লংকানরা।
দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ৫০ ওভারে ৪ উইকেটে ৩১২ রান। যা ২০১০ সালে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে করেছিল লংকানরা। আর নয় বছর পর বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে আজ সর্বোচ্চ দলীয় রানের নয়া রেকর্ড গড়লো শ্রীলংকা।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫০ ওভারে ৯ উইকেটে ৩৫৭ রান। ২০০৮ সালে লাহোরে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে কুমার সাঙ্গাকারার ৯১ বলে ১০১ রানের কল্যাণে ৯ উইকেটে ৩৫৭ রান করেছিলো শ্রীলংকা।
বাসস/এএমটি/১৯৫০/স্বব