বাসস ক্রীড়া-১৫ : আউট না হয়েও মাঠ ছাড়লেন যুবরাজ

131

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-যুবরাজ
আউট না হয়েও মাঠ ছাড়লেন যুবরাজ
টরন্টো, ২৬ জুলাই ২০১৯ (বাসস) : গ্লোবাল টি-২০ কানাডা ক্রিকেট লিগে খেলতে নেমে বিস্ময়কর কান্ড ঘটালেন ভারতের সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান যুবরাজ সিং। আউট না হয়ে নিজের ইচ্ছায় মাঠ ছাড়লেন তিনি।
গতরাতে টরন্টোর ব্রাম্পটনে সিএএ সেন্টারে মুখোমুখি হয়েছিলো যুবরাজের টরন্টো ন্যাশনালস ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের ভ্যাঙ্কুভার নাইট। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে যুবরাজের টরন্টো ন্যাশনালস। শুরুতেই নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে হারালেও কানাডিয়ান ব্যাটসম্যান রড্রিগো থমাসের ৪১ রানে ভালো অবস্থায় ছিলো টরেন্টো ।
এ অবস্থায় চার নম্বরে ব্যাট হাতে নামেন টরেন্টো অধিনায়ক যুবরাজ। ১৭তম ওভারে ভ্যাঙ্কুভার নাইটের মিডিয়াম পেসার রিজওয়ান চিমার বল যুবরাজ সিংহের ব্যাট স্পর্র্শ করে উইকেটের পেছনে যায়। কিন্তু ক্যাচটি নিতে পারেননি ভ্যাঙ্কুভার নাইটের উইকেটরক্ষক টোবিয়াস ভিসে। ক্যাচ পড়ে যায় তার হাত থেকে। তবে তার হাত থেকে বল পড়ে গিয়ে লাগে উইকেটে। তাতে বেল পড়ে যায়। এতে যুবরাজ মনে করেন তিনি স্টাম্পিং হয়েছেন। তাই ক্রিজ ছেড়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। পরে টিভি রিপ্লেতে দেখা যায় যুবরাজ আউট হননি। ২৭ বল খেলে মাত্র ১৪ রান করেন যুবরাজ।
যুবরাজের বিদায়ের পর ব্যাট হাতে ঝড় তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। শেষদিকে ১৩ বলে ৩টি ছক্কা ও ২টি চারে ৩০ রান করেন তিনি। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানের লড়াকু সংগ্রহ পায় টরোন্টো ন্যাশনালস। জবাবে ১৬ বল বাকী রেখেই ৮ উইকেটে জয়ের স্বাদ পায় ভ্যাঙ্কুভার নাইটস। গেইল ১০ বলে ১২ রান করেন। দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ডুসেন। ৪৩ বলে ৬৫ রান করেন তিনি।
বাসস/এএমটি/১৮১৫/স্বব