বাসস ক্রীড়া-১২ : অস্ট্রেলিয়ার এ্যাশেজ দলে ব্যানক্রফট, স্মিথ, ওয়ার্নার

135

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-এ্যাশেজ
অস্ট্রেলিয়ার এ্যাশেজ দলে ব্যানক্রফট, স্মিথ, ওয়ার্নার
লন্ডন, ২৬ জুলাই, ২০১৯ (বাসস/এএফপি) : ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের এ্যাশেজ সিরিজের জন্য আজ শুক্রবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে অসি দলে সুযোগ পেয়েছেন ক্যামেরন ব্যানক্রফটও।
গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারীর কারণে এ তিন খেলোয়াড়ই দীর্ঘ দিন নিষিদ্ধ ছিলেন।
সাবেক অধিনায়ক স্মিথ ও সহ অধিনায়ক ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আর ফিল্ডিং করার সময় শিরিষ কাগজ দিয়ে বল টেম্পারিং করা ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিল নয় মাসের জন্য।
বর্তমান শিরোপাধারী অস্ট্রেলিয়া ২০০১ সালের পর প্রথমবারের মত ইংল্যান্ডের মাটিতে এ্যাশেজ শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে। আগামী ১ আগস্ট এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের এ সিরিজ।
দল: টিম পাইন(অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিঁয়, মিচেল মার্শ, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।
বাসস/এএফপি/১৭৪৬/স্বব