বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ স্বাভাবিক ১৭ দিন পর

179

বান্দরবান, ২৬ জুলাই ২০১৯ (বাসস) : জেলা সদরের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ আজ আবার চালু করা হয়েছে।
গত ৮ জুলাই থেকে টানা বর্ষণে বান্দরবান-রুমা সড়কের বিভিন্ন পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ায় এইপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আজ শুক্রবার সকাল থেকে বান্দরবান-রুমা সড়কে যাত্রিবাহি বাস চলাচল করতে পারছে বলে জানিয়েছেন বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ।
তিনি জানান, যে জায়গাগুলো যানবাহন চলাচলের অনুপযোগী ছিল তার পাশ দিয়ে সাময়িক বাইপাস সড়ক করে যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে ওইসব সড়ক দিয়ে যাতায়াতের জন্য তিনটনের অধিক কোন যানবাহন উপযোগি নয়।
নির্বাহী প্রকৌশলী আরো জানান, সড়কগুলো সবধরনের যানবাহন চলাচলের উপযোগী করার জন্য আনুমানিক আরো তিনমাস সময় লাগবে।
তিনি বলেন, ভারী বর্ষণ ও বন্যায় বান্দরবানের সাত উপজেলার প্রায় ২৫ কি.মি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ ৬০ কোটি টাকারও বেশি।