বাসস ক্রীড়া-১১ : প্রায় তিন বছর পর একাদশে ফিরেই উইকেট শফিউলের

123

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-বাংলাদেশ
প্রায় তিন বছর পর একাদশে ফিরেই উইকেট শফিউলের
কলম্বো, ২৬ জুলাই ২০১৯ (বাসস) : শ্রীলংকা সফরের জন্য শেষ মূর্র্হুতে দলে সুযোগ পান ডান-হাতি পেসার শফিউল ইসলাম। দলে সুযোগ পেয়েই লংকানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে একাদশে সুযোগ ঘটে তার। প্রায় সাড়ে তিন বছর পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই উইকেট শিকার করেছেন শফিউল।
কলম্বোতে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলংকা। বাংলাদেশের পক্ষে বোলিং আক্রমন শুরু করেন শফিউল। নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে লংকান ওপেনার আবিস্কা ফার্নান্দোকে শিকার করেন শফিউল। প্রথম স্লিপে থাকা সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ৭ রানে আউট হন ফার্নান্দো।
২০১৬ সালের ১২ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জার্সি গায়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন শফিউল। প্রতিপক্ষ ছিলো ইংল্যান্ড। ঐ ম্যাচে ৯ দশমিক ৫ ওভারে ৬১ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর আর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা হয়নি শফিউলের। তাই প্রায় তিন বছর পর জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলতে নেমেই উইকেট শিকার করলেন ৫৭তম ম্যাচ খেলতে নামা শফিউল।
বাসস/এএমটি/১৭০৫/স্বব