বাসস ক্রীড়া-১০ : আয়ারল্যান্ডকে জয়ের জন্য ১৮২ রানের টাগেট দিলো ইংল্যান্ড

133

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-আয়ারল্যান্ড-ইংল্যান্ড
আয়ারল্যান্ডকে জয়ের জন্য ১৮২ রানের টাগেট দিলো ইংল্যান্ড
লন্ডন, ২৬ জুলাই, ২০১৯ (বাসস/এএফপি) : লর্ডস টেস্টে জয়ের জন্য সফরকারী আয়ারল্যান্ডকে ১৮২ রানের টার্গে দিলো স্বাগতিক ইংল্যান্ড।
দ্বিতীয় দিন শেষে চার দিনের একমাত্র টেস্টে ১ উইকেট হাতে নিয়ে ১৮১ রানে এগিয়েছিলো ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১২২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৩০৩ রান করেছিলো ইংলিশরা। বাকী ১ উইকেট থেকে তৃতীয় দিন কোন রান যোগ করতে পারেনি ইংল্যান্ড। ফলে ৩০৩ রানেই অলআউট হয় জো রুটের দল।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন ওপেনার জ্যাক লিচ। এছাড়া অভিষেক ম্যাচ খেলতে নামা জেসন রয় করেন ৭২ রান। তৃতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে নয় নম্বরে নামা স্যাম কারানের ব্যাট থেকে। দিন শেষে স্টুয়ার্ট ব্রড ২১ ও ওলি স্টোন শুন্য রানে অপরাজিত ছিলেন। শেষ ব্যাটসম্যান হিসেবে স্টোন আউট হলে ২১ রানে অপরাজিত থেকে যান ব্রড।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বল হাতে আয়ারল্যান্ডের মার্ক আদায়ার -স্টুয়ার্ট থমসন ৩টি করে এবং বয়েড রানকিন ২টি উইকেট নেন।
টিম মুরতাগের ১৩ রানে ৫ উইকেট শিকারে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৮৫ রানের জবাবে আয়ারল্যান্ড ২০৭ রান সংগ্রহ করে।
বাসস/এএমটি/১৬৫০/স্বব