বাসস ক্রীড়া-৮ : ভারতীয় দলের প্রধান কোচ হতে চান হেসন

141

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-হেসন
ভারতীয় দলের প্রধান কোচ হতে চান হেসন
নয়া দিল্লি, ২৬ জুলাই, ২০১৯ (বাসস): ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হতে চান মাইক হেসন। প্রধান কোচসহ কোচিং স্টাফ নিয়োগের জন্য ইতোমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। তার প্রেক্ষিতে আগামী ৩০ জুলাইর মধ্যে হেসন প্রধান কোচ হিসেবে আবেদন করতে যাচ্ছেন।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল কিংস একাদশ পাঞ্জাবের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন হেসন। এর আগে তিনি নিউজিল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন এবং তার অধীনে কিউইরা প্রথমবার ২০১৫ বিশ্বকাপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। কিংস একাদশ পাঞ্জাবের দায়িত্ব নেয়ার আগে তিনি ২০১৮ সালে নিউজিল্যান্ড কোচের দায়িত্ব ছেড়ে দেন।
ক্রিকেটনেক্সট প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ‘ভারতীয় দলের প্রধান কোচ পদের জন্য আবেদন করতে হেসন খুবই আগ্রহী। কিংস একাদশের হয়ে কাজ করতে ইতোমধ্যে তিনি দুই মাস ভারতে কাটিয়েছেন একই সাথে ধারভাষ্যকার হিসেবেও। নিউজিল্যান্ড দলে সফল হওয়ার পর তিনি ভারতের মত হাই প্রোফাইল দলের হয়ে কাজ করতে আগ্রহী।’
তবে কিংস একাদশের হয়ে কাজ করায় ‘স্বার্থের দ্বন্দ’ সৃষ্টি হতে পারে। এ ক্ষেত্রে তিনি আইপিএল দায়িত্ব ছেড়ে দিতে পারেন।
প্রকাশিত রিপোর্টে আরো বলা হয়, ‘হেসন এবং তার প্রতিনিধিকে বিসিসিআইর দেয়া শর্ত মেনে নিতে হবে।’
বাসস/স্বব/১৬০৫/এমএইচসি