৩৯ বছর পর ইউরো আসরে উলভসের প্রত্যাবর্তন

205

লন্ডন, ২৬ জুলাই ২০১৯ (বাসস/এএফপি) : দীর্ঘ ৩৯ বছর অনুপস্থিত থাকার পর ইউরোপীয় ফুটবলে প্রত্যাবর্তন করল উলভস। বৃহস্পতিবার ইউরোপা লীগের দ্বিতীয় বাছাইপর্বে উত্তর আয়ারল্যান্ডের ক্রুসাডেরসকে ২-০ গোলে হারিয়েছে তারা।
নিজেদের মাঠ মলিনেয়াক্সে প্রথম লেগের ম্যাচে গোল করেছেন দিওগো জোটা ও রুবেন ভিনাগ্রে। ম্যাচের ৩৭ মিনিটে জোটার গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লীগের ক্লাব উলভেস (১-০)। দলের দ্বিতীয় গোলটি এসেছে একেবারেই অন্তিম মুহুর্তে। ৯০ মিনিটে প্রতিপক্ষের গোল রক্ষক সেয়ান ও’নেইলের ভুলের সুযোগে গোল পান ভিনাগ্রে (২-০)।
এদিকে আইব্রক্সে অনুষ্ঠিত বাছাইপর্বের আরেক ম্যাচে স্কটিশ ক্লাব রেঞ্জার্স ২-০ গোলে হারিয়েছে প্রোগ্রেস নিয়েদারকর্নকে। ম্যাচের ২০ মিনিটে জো আ্যারিবোর গোলে এগিয়ে যায় রেঞ্জারর্স। ৫৪ মিনিটে স্কটিশ দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লিভারপুল থেকে ধারে খেলতে আসা তরুন তারকা সেয়ি ওজো।।