বাসস ক্রীড়া-৩ : ৩৯ বছর পর ইউরো আসরে উলভসের প্রত্যাবর্তন

134

বাসস ক্রীড়া-৩
ফুটবল-ইউরো-বাছাই
৩৯ বছর পর ইউরো আসরে উলভসের প্রত্যাবর্তন
লন্ডন, ২৬ জুলাই ২০১৯ (বাসস/এএফপি) : দীর্ঘ ৩৯ বছর অনুপস্থিত থাকার পর ইউরোপীয় ফুটবলে প্রত্যাবর্তন করল উলভস। বৃহস্পতিবার ইউরোপা লীগের দ্বিতীয় বাছাইপর্বে উত্তর আয়ারল্যান্ডের ক্রুসাডেরসকে ২-০ গোলে হারিয়েছে তারা।
নিজেদের মাঠ মলিনেয়াক্সে প্রথম লেগের ম্যাচে গোল করেছেন দিওগো জোটা ও রুবেন ভিনাগ্রে। ম্যাচের ৩৭ মিনিটে জোটার গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লীগের ক্লাব উলভেস (১-০)। দলের দ্বিতীয় গোলটি এসেছে একেবারেই অন্তিম মুহুর্তে। ৯০ মিনিটে প্রতিপক্ষের গোল রক্ষক সেয়ান ও’নেইলের ভুলের সুযোগে গোল পান ভিনাগ্রে (২-০)।
এদিকে আইব্রক্সে অনুষ্ঠিত বাছাইপর্বের আরেক ম্যাচে স্কটিশ ক্লাব রেঞ্জার্স ২-০ গোলে হারিয়েছে প্রোগ্রেস নিয়েদারকর্নকে। ম্যাচের ২০ মিনিটে জো আ্যারিবোর গোলে এগিয়ে যায় রেঞ্জারর্স। ৫৪ মিনিটে স্কটিশ দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লিভারপুল থেকে ধারে খেলতে আসা তরুন তারকা সেয়ি ওজো।।
বাসস/এএফপি/এমএইচসি/১৫১০/স্বব