বাসস ক্রীড়া-৯ : আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের বিপর্যয় ‘বিব্রতকর’: মাইকেল ভন

142

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-ইংল্যান্ড-আয়ারল্যান্ড-ভন
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের বিপর্যয় ‘বিব্রতকর’: মাইকেল ভন
লন্ডন, ২৫ জুলাই ২০১৯ (বাসস/এএফপি) : একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে ইংল্যান্ডের অলআউট হওয়ার ঘটনাকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
টস জিতে প্রথমে ব্যাটিং নেয়া ইংল্যান্ড শুরুতে বলের মুভমেন্ট বুঝতে ব্যর্থ হয়। ফলে লর্ডসের ম্যাচে ১৩ রানেই ৫ উইকেট তুলে নেন কাউন্টিতে মিডলসেক্সের হয়ে খেলা টিম মুর্তাগ।
এটি ছিল আয়ারল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের জবাবে প্রথম ইনিংসে ২০৭ রান করে আয়ারল্যান্ড। ফলে ১২২ রানের লীড পায় টেস্ট ক্রিকেটের নবাগত সদস্য দেশটি।
ভন বলেন,‘ বল যখন এমন আচরণ করবে তখন আপনি চোখ বন্ধ করে ফেলবেন এবং আশা করবেন ইংল্যান্ড এটি পার হয়ে যাবে। সেখানে কিছু ভাল বল ছিল ঠিক, কিন্তু কিছু খারাপ বলও ছিল।
সত্যিকার অর্থে এটি বিব্রতকর। কারণ আপনি হোম অব ক্রিকেটে খেলছেন। আয়ারল্যান্ডের মত একটি দলের বিপক্ষে একমাত্র টেস্টে আপনি ৮৫ রানে অলআউট হয়ে যাবেন। এটিকে বর্ননা করার মত কোন ভাষা আমার জানা নেই।’
এই নিয়ে ২০১৬ সালের পর চতুর্থবারের মত এক সেশনে ১০ উইকেট হারাল ইংল্যান্ড। যা ১৯৩৮ সালের পর আর ঘটেনি।
ইয়র্কশায়ারের সাবেক ব্যাটসম্যান বলেন,‘ ওই চারটি ঘটনার মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৫ রানে অল আউট হবার ঘটনা সম্ভবত সবচেয়ে নীচে। জানি ইংল্যান্ড দলে প্রচুর মেধাবী খেলোয়াড় রয়েছে। শেষ পর্যন্ত তারা দলকে সাফল্য এনে দেবে। কিন্তু কঠিন মুহূর্তে বল যখন মুভ করবে তখন সেটি আপনাকে মানষিকভাবে বিপর্যস্ত করে তুলবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্টের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ খেলবে ইংল্যান্ড। আগামী ১ আগস্ট এজবাস্টনে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। ভন বলেন,‘ মুভিং বল খেলার সময় তাদেরকে এই মানষিকতার পরিবর্তন ঘটাতে হবে। কারণ সামনে এ রকম দিন আরো আসবে।
আপনি নিশ্চয় চাইবেননা এ্যাশেজের ম্যাচ তৃতীয় দিনেই শেষ হয়ে যাক।’
তবে ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক এলিস্টার কুক বলেছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে জো রুটের দলের সব কিছুই শেষ হয়ে যায়নি। তিনি বলেন,‘ দ্বিতীয় ইনিংসের শুরুতেও যদি আয়ারল্যান্ড দ্রুত কয়েকটি উইকেট তুলে নেয়, তাহলে সত্যিকারের চাপে পড়বে ইংল্যান্ড। কারণ তখন তারা টেস্টটি জয়ের চেস্টা করবে।
এখনো পর্যন্ত ইংল্যান্ড প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। অবশ্য প্রথমে ব্যাটিং নিয়ে মাত্র ৮৫ রানে সবকটি উইকেট হারানোর ঘটনাটি উল্লেখ করার মত। তাদেরকে খুব ভাল ব্যাট করতে হবে। ১৬০ বা ১৭০ রানের টার্গেটও আয়ারল্যান্ডের জন্য অনেক বড় টার্গেট।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯০৮/স্বব