বাসস ক্রীড়া-৬: শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতলেও র‌্যাংকিং-এ পরিবর্তন হবে না বাংলাদেশের

112

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-বাংলাদেশ-র‌্যাংকিং
শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতলেও র‌্যাংকিং-এ পরিবর্তন হবে না বাংলাদেশের
কলম্বো, ২৫ জুলাই ২০১৯ (বাসস) : দ্বাদশ বিশ্বকাপের দুঃস্মৃতি ভুলে নতুনভাবে আগামীকাল থেকে ওয়ানডেতে পথ চলা শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ই প্রধান লক্ষ্য টাইগারদের। তবে সিরিজ জিতলেও আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ কোন পরিবর্তন হবে না বাংলাদেশের। এমনকি লংকানদের হোয়াইটওয়াশ করলেও, র‌্যাংকিং-এ উন্নতি হবে না তামিমের নেতৃত্বাধীন দলের।
বর্তমানে ৯০ রেটিং নিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ৭৯ রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছে শ্রীলংকা। তাই র‌্যাংকিং-এ বাংলাদেশের পরের স্থানেই রয়েছে লংকানরা। তবে শ্রীলংকার চাইতে ১১ রেটিং এগিয়ে বাংলাদেশ।
তিন ম্যাচের সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলে, বাংলাদেশের রেটিং বাড়বে ৩। অর্থাৎ রেটিং হবে ৯৩। তবে আগের স্থানেই থাকবে টাইগাররা। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলে ২ রেটিং হারিয়ে ভগ্নাংশের হিসাবে পড়ে নবম স্থানে নেমে যাবে শ্রীলংকা। তখন অষ্টমস্থানে উঠবে ওয়েস্ট ইন্ডিজ। তবে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকার রেটিং সমান ৭৭ হবে।
আর যদি শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয় টাইগাররা, তবে ৪ রেটিং হারাবে তারা। কিন্তু সপ্তম স্থানেই থাকবে বাংলাদেশ। এতে র‌্যাংকিং-এ শ্রীলংকার কোন উন্নতি হবে না। তবে ৩ রেটিং বাড়বে তাদের।
আর যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ, তবে রেটিং-র‌্যাংকিং আগের মতই থাকবে তামিমের দলের। সেক্ষেত্রে ১ রেটিং কমবে শ্রীলংকার। তবে আগের স্থানেই থাকবে তারা।
আবার ২-১ ব্যবধানে সিরিজ হারলে, আগের অবস্থানে থাকলেও ২ রেটিং হারাবে বাংলাদেশ। তবে এক্ষেত্রে ১ রেটিং বাড়বে শ্রীলংকার। তবে র‌্যাংকিং-এ কোন উন্নতি হবে না লংকানদের।
আর যদি ১-১ সমতায় সিরিজ শেষ হয়, তবে দু’দলের র‌্যাংকিং-রেটিং কোন কিছুই পরিবর্তন হবে না।
বাসস/এএসজি/এএমটি/১৭৪০/মোজা/স্বব