বাসস দেশ-১৯ : তাসলিমা হত্যার ঘটনায় আরো পাঁচজন গ্রেফতার

115

বাসস দেশ-১৯
হত্যা-গ্রেফতার
তাসলিমা হত্যার ঘটনায় আরো পাঁচজন গ্রেফতার
ঢাকা, ২৫ জুলাই, ২০১৯ (বাসস) : রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনায় আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকান্ডের সময় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মুরাদ মিয়া (২২), বিল্লাল (২৮), আসাদুল ইসলাম (২২), সোহেল রানা (৩০) ও মো. রাজু (২৩)।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে ওই পাঁচজনকে শনাক্ত করা হয়। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলো। বুধবার রাতে বাড্ডার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনার মূলহোতা হৃদয় হত্যার দায় স্বীকার করে গোয়েন্দা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে ।
গত ২০ জুলাই সকালে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হন। তার ১১ বছরের এক ছেলে ও চার বছরের এক মেয়ে রয়েছে।
এ ঘটনায় ২০ জুলাই রাতে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। বাড্ডা থানায় নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
বাসস/এমএমবি/১৭০০/-আসচৌ