বাসস বিদেশ-৫ : ম্যাকাওয়ের সাথে সরাসরি বিমান চালু করছে এয়ার কোরীয়

100

বাসস বিদেশ-৫
উত্তর কোরিয়া-ম্যাকাও
ম্যাকাওয়ের সাথে সরাসরি বিমান চালু করছে এয়ার কোরীয়
হংকং, ২৫ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক) : উত্তর কোরিয়ার জাতীয় এয়ারলাইন এয়ার কোরীয় পিয়ংইয়ং ও ম্যাকাওয়ের মধ্যে ১৫ বছর পর সরাসরি বিমান চালু করতে যাচ্ছে। ম্যাকাওয়ের বেসামরিক বিমান কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
এক্ষেত্রে ম্যাকাও হবে পিয়ংইয়ংয়ের সঙ্গে সরাসরি বিমান চলাচলে যুক্ত চতুর্থ শহর। চীনের বেইজিং, শেংইয়াং এবং রাশিয়ার ভøাদিভস্তক এবং পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি বিমান চালু রয়েছে।
ম্যাকাওয়ের বেসামরিক বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, পিয়ংইয়ং ও ম্যাকাওয়ের মধ্যে বিমান চলাচলে তারা এয়ার কোরীয়কে অনুমোদন দিয়েছে। আগামী ২ আগস্ট থেকে শুরু হয়ে সপ্তাহে দু’বার এ বিমান চলবে।
বিবৃতিতে আরো বলা হয়, এর আগে এয়ার কোরীয় উভয় শহরের মধ্যে ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিমান পরিচালনা করেছিল।
এশিয়ার লাস ভেগাস হিসেবে পরিচিত ম্যাকাও জুয়ার জন্যে বিখ্যাত।
বাসস/জুনা/১৭০০/-আরজি