বাসস বিদেশ-৪ : সৌদির কাছে অস্ত্র বিক্রয়ের বাধার পদক্ষেপে ভেটো ট্রাম্পের

126

বাসস বিদেশ-৪
যুক্তরাষ্ট্র-সৌদি-অস্ত্র
সৌদির কাছে অস্ত্র বিক্রয়ের বাধার পদক্ষেপে ভেটো ট্রাম্পের
ওয়াশিংটন, ২৫ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের কাছে কয়েক বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি ঠেকাতে দেয়া কংগ্রেসের তিনটি প্রস্তাবের বিরুদ্ধে বুধবার ভেটো দিয়েছেন। উল্লেখ্য, এসব দেশ ইয়েমেন যুদ্ধে লড়াই করছে। খবর এএফপি’র।
কংগ্রেসের প্রতিবন্ধকতামূলক প্রস্তাবের ন্যায্যতা যাচাইয়ে সিনেটকে দেয়া চিঠিতে ট্রাম্প বলেন, এসব প্রস্তাব ‘আমেরিকার বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল এবং আমাদের মিত্র দেশ ও অংশীদারদের সাথে সহযোগিতামূলক গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষতি করবে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প তার ভেটো ক্ষমতা প্রয়োগ করলেন।
চলতি মাসেই কংগ্রেসে এসব প্রস্তাব পাস করা হয়। সেখানে এসব প্রস্তাব পাস ছিল ট্রাম্পের জন্য একটি বড় আঘাত। কেননা, তার প্রশাসন আইনপ্রণেতাদের এড়িয়ে অস্ত্র বিক্রির অনুমোদন দিতে গত মে মাসে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করে।
বাসস/এমএজেড/১৬৩০/জুনা