সততার চর্চা ছাড়া শিক্ষার্থীদের পরিপূর্ণ শিক্ষা লাভ সম্ভব নয়

315

জয়পুরহাট, ২৫ জুলাই, ২০১৯ (বাসস) : সততার চর্চা শিক্ষা জীবনের একটি বড় অংশ তাই সততার চর্চা ছাড়া শিক্ষার্থীদের পরিপূর্ণ শিক্ষা লাভ সম্ভব নয়। সদর উপজেলার দূর্গাদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহষ্পতিবার আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। স্থানিয় ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ছরোয়ার হোসেন স্বাধীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন প্রমূখ। সততার চর্চা শিক্ষা জীবনের একটি বড় অংশ উল্লেখ করে বক্তারা বলেন, সততার চর্চা ছাড়া পরিপূর্ণ শিক্ষা লাভ সম্ভব নয়। সে কারণে সময়ের চাহিদা অনুযায়ী সততা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ শিক্ষা লাভের আহবান জানান বক্তারা। দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।