বাসস দেশ-৪০ : সরকারি ৭ কলেজের অধিভুক্তি : সংকট নিরসনে কমিটি

311

বাসস দেশ-৪০
ঢাবি-৭ কলেজ-কমিটি
সরকারি ৭ কলেজের অধিভুক্তি : সংকট নিরসনে কমিটি
ঢাকা, ২৪ জুলাই, ২০১৯ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সরকারি ৭ কলেজের অধিভুক্তি নিয়ে উদ্ভুত সংকট নিরসনে আজ ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশ প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ১১ সদস্যের এই কমিটির সদস্যরা হলেন- কলা অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন,ঢাবি শিক্ষক সমিতির সভাপতি, ঢাকা কলেজের অধ্যক্ষ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট), বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মাঈনুল করিম,ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক।
বাসস/সবি/এসএস/১৯৪০/কেকে