বাসস দেশ-৩২ : বড়পুকুরিয়ায় কয়লা খনি দুর্নীতি মামলায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

190

বাসস দেশ-৩২
দুর্নীতি মামলা- অভিযোগপত্র
বড়পুকুরিয়ায় কয়লা খনি দুর্নীতি মামলায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
দিনাজপুর, ২৪ জুলাই, ২০১৯ (বাসস) : দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে।
খনি থেকে ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৫০১ টাকার কয়লা খোয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
দুদকের নিয়োজিত পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আমিনুর রহমান জানান, আজ বুধবার দুপুর ২টার দিকে দুদকের সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির পলাশ বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক ও বর্তমান ২৩ কর্মকর্তার বিরুদ্ধে জেলার সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিচারক আগামী ২০ আগষ্ট অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন।
অভিযোগপত্রে বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্পের সাবেক ৭ জন এমডিসহ ২৩ জন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়।
২০০৬ সালের জানুয়ারী মাস থেকে ২০১৮ সালের ১৯ জুলাই পর্যন্ত বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ১ লাখ ৪৩ হাজার ৭২৭ দশমিক ৯২ মেট্রিক টন কয়লা চুরি হয় । যার আনুমানিক মূল্য ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৫০১ টাকা ৮৪ পয়সা।
এই ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আনিসুর রহমান বাদী হয়ে গত বছরের ২৪ জুলাই পার্বতীপুর থানায় একটি মামলা করেন।
মামলাটি দুদকের তফশীলভুক্ত হওয়ায় দুদক কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮৫০/কেকে