বাসস দেশ-৩১ : উচ্চশিক্ষায় পুস্তক প্রকাশে ইউজিসি ও তিন লেখকের মধ্যে চুক্তি

124

বাসস দেশ-৩১
ইউজিসি-চুক্তি
উচ্চশিক্ষায় পুস্তক প্রকাশে ইউজিসি ও তিন লেখকের মধ্যে চুক্তি
ঢাকা, ২৪ জুলাই, ২০১৯ (বাসস) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি)উচ্চশিক্ষায় পুস্তক প্রকাশ এবং গ্রন্থস্বত্ব সর্ম্পকে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ ইউজিসি মিলনায়তনে চুক্তিপত্রে অধ্যাপক এ কে এম মঈনুল হক মিয়াজী, অধ্যাপক ড. এম আবদুস সামাদ এবং অনারারী অধ্যাপক ড. আয়েশা বেগম স্বাক্ষর করেন।এসময় ইউজিসি সচিব ড. মো: খালেদ উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।
অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, উচ্চশিক্ষায় মানসম্মত পুস্তক প্রণয়নে ইউজিসি’র সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, অধ্যাপক এ কে এম মঈনুল হক মিয়াজী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগ, অধ্যাপক ড. এম আবদুস সামাদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং অধ্যাপক ড. আয়েশা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে কর্মরত আছেন।
বাসস/সবি/এসএস/১৮৪৫/কেএমকে