বাজিস-১২ : যশোরে শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

116

বাজিস-১২
যশোর- সাংস্কৃতিক উৎসব
যশোরে শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
যশোর, ২৪ জুলাই ২০১৯ (বাসস): ‘শিশু আনন্দ মেলা ও শিশুনাট্য-সাংস্কৃতিক উৎসব-২০১৯’ আজ জেলা শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় যশোর জেলা শিশু একাডেমি এ উৎসবের আয়োজন করে।
বুধবার সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৫২ জন শিশুর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নাটক মঞ্চায়িত হয়।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিন্দিতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লায়লা শিরিন সুলতানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন।
স্বাগত বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব পারভেজ।
সবশেষে যশোর জেলা শিশু একাডেমির সাংস্কৃতিক দল, কেশবপুর উপজেলা শিশু সাংস্কৃতিক দল অনুষ্ঠান পরিবেশন করে। আর তির্যক যশোর ও বিবর্তন যশোর শিশু নাটক মঞ্চায়ন করে।
বাসস/সংবাদদাতা/১৮০০/এমকে