বাসস দেশ-২২ : খুলনায় প্রথমবারের মতো ভারতীয় মালহার উৎসব অনুষ্ঠিত হবে

106

বাসস দেশ-২২
মালহার-উৎসব
খুলনায় প্রথমবারের মতো ভারতীয় মালহার উৎসব অনুষ্ঠিত হবে
খুলনা, ২৪ জুলাই, ২০১৯(বাসস) : খুলনায় আগামী ২৮ জুলাই প্রথম বারের মতো দুই ভারতীয় বাদকশিল্পীর অংশগ্রহণে ‘মালহার উৎসব’ অনুষ্ঠিত হবে।
রোববার মহানগরীর নতুন বাজার সিএসএস আভা সেন্টারে সন্ধ্যায় যৌথভাবে অনুষ্ঠিতব্য এ আয়োজন করেছে সহকারী ভারতীয় হাই কমিশন ও উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনাস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার শ্রী রাজেশ কুমার রায়না মালহার উৎসবের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
খুলনার সংস্কৃতি অনুরাগীরা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিরা এই উৎসবে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
রায়না জানান,ভারতের সুপরিচিত সারদবাদক পন্ডিত দেবজ্যোতি বোস ও তবলাবাদক পন্ডিত শুভংকার ব্যানার্জি খুলনার মালহার উৎসবে যোগ দিচ্ছেন।
মালহার উৎসব হচ্ছে বাদ্যযন্ত্রে শাস্ত্রীয় রাগ সৃষ্টির মাধ্যমে বৃষ্টিকে স্বাগত জানানো।যারা শাস্ত্রীয় সংগীত ভালোবাসেন তাদের জন্য এটি হতে পারে অন্যতম শিক্ষণীয় বিষয়।
খুলনাকে লোক ও শাস্ত্রীয় সংগীতের রাজধানী মনে করেই এ অঞ্চলের সংস্কৃতিমনা মানুষের জন্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
বাসস/জেডইইচ/এসএস/১৭৪৫/কেকে