নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

158

নীলফামারী, ২৪ জুলাই, ২০১৯ (বাসস): জেলার পুলিশ লাইন্স একাডেমির ২৪জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে আজ বৃত্তি প্রদান করা হয়েছে।এছাড়াও বিভিন্ন শ্রেণীতে ভালো ফলাফলের জন্য ১৪ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
আজ বুধবার দুপুরে একাডেমি মিলনায়তনে নীলফামারী চেম্বার অব কমার্স এ- ই-াস্ট্রিজ প্রদত্ত ৬০ হাজার টাকার বৃত্তি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মু‏হাম্মদ আশরাফ হোসেন।
পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী চেম্বার অব কমার্স এ- ই-াস্টিজের সভাপতি মারুফ জামান কোয়েল প্রমুখ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, শিক্ষা প্রতিষ্ঠানটির অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে বিতরণের জন্য প্রতি বছর ৬০ হাজার টাকা প্রদান করে আসছে নীলফামারী চেম্বার অব কর্মাচ এ- ইন্ডাস্ট্রিজ।