২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় স্পেন ও পর্তুগাল

353

পোর্তো, ২৪ জুলাই ২০১৯ (বাসস) : ২০৩০ ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে স্পেন ও পর্তুগাল ফুটবল এসোসিয়েশন। এজন্য তারা বিডে অংশ নেবার ব্যপারে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। এক বিবৃতিতে দেশ দু’টির ফুটবল ফেডারেশন যৌথভাবে বিড আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে তারা বেশ কয়েকটি আলোচনাও ইতোমধ্যেই সম্পন্ন করেছে।
গত বছর নভেম্বরে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ উত্তর আফ্রিকান কোন দেশের সাথে যৌথভাবে বিডে অংশ নেবার এই প্রস্তাবটি প্রথম দিয়েছিলেন। মরক্কো অবশ্য প্রথম দিকে এ ব্যপারে আগ্রহ দেখিয়েছিল। তবে লিসবন ও মাদ্রিদ মরক্কোকে বাদ দিয়ে নিজেদের যৌথ অবস্থানকে স্পষ্ট করেছে।
উল্লেখ্য, এই দু’টি দেশ এর আগে ২০১৮ ও ২০২২ বিশ^কাপ আয়োজনেরও আগ্রহ দেখিয়েছিল।
তবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য দক্ষিণ আমেরিকান চার দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও চিলি, ইউরোপীয়ান ত্রয়ী গ্রীস, রোমানিয়া ও সার্বিয়ার সাথে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডও আগ্রহ দেখিয়েছে। ২০২২ সালে আয়োজক দেশের নাম চূড়ান্ত করা হবে।