প্রাথমিক শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষাদানে পিএমও সচিবের গুরুত্বারোপ

684

নেত্রকোনা, ২৩ জুলাই, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সচিব সাজ্জাদুল হাসান শিক্ষার্থীদের আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্পন্ন শিক্ষা প্রদানে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় পাবলিক হলে আজ জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত ‘প্রাথমিক শিক্ষায় গুণগতমান নিশ্চিতকরণ’-শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
সচিব সাজ্জাদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের প্রতিটি এলাকায় মানসম্পন্ন শিক্ষা পৌঁছে দিতে বিভিন্ন বাস্তবধর্মী কর্মসূচি বাস্তবায়ন করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২৬ হাজার ১৯৪ টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা এবং শিক্ষা গ্রহণের ক্ষমতাকে সুদৃঢ় করার লক্ষ্যে স্কুলগুলোতে কম্পিউটার, ল্যাপটপ মাল্টিমিডিয়াসহ বিভিন্ন ডিজিটাল উপকরণ প্রদান করেছে।
সচিব বলেন, প্রায় ১ কোটি ৩০ লাখ প্রাথমিক শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। বিগত ১০ বছরে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির কথাও উল্লেখ করেন তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মঞ্জুর কাদিরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হুসাইন, নেত্রকোনার জেলা প্রশাসক আরিফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে সচিব বলেন, প্রাথমিক মানসম্মত শিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার স্বাধীনতার পর ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিল।
এর আগে সেখানে মায়েদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।