জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ

312

চট্টগ্রাম, ২৩ জুলাই, ২০১৯ (বাসস): জলাবদ্ধতা নিরসনে আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আজ বিকাল তিনটার দিকে জেলা পরিষদের মার্কেট এলাকায় নালার উপর অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রট আফিয়া খাতুন ও জাহানারা বেগম আজ অক্সিজেন এলাকার দুইনম্বর জালালাবাদ ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নালার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু এ সময় উপস্থিত ছিলেন।