বাসস দেশ-২৮ : সমালোচনা শিল্প সৃষ্টির পথকে সুগম করে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

301

বাসস দেশ-২৮
অ্যাপ্রিসিয়েশন কোর্স-উদ্বোধন
সমালোচনা শিল্প সৃষ্টির পথকে সুগম করে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা , ২৩ জুলাই, ২০১৯ (বাসস) : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সমালোচনা নতুন শিল্প সৃষ্টির পথকে সুগম করে ।
আজ বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক অ্যাপ্রিসিয়েশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত শিল্পের গুরুত্বপূর্ণ পাঁচটি মাধ্যম যথা, ফিল্ম, থিয়েটার, মিউজিক, ডান্স ও আর্ট বিষয়ক এই পাঁচটি অ্যাপ্রিসিয়েশন কোর্সের আয়োজন করা হয়।
তিনি বলেন, অ্যাপ্রিসিয়েশন কোর্সসমূহের মূল উদ্দেশ্য হচ্ছে শিল্পবোদ্ধা ও শিল্প সমালোচক তৈরি করা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আমাদের অন্যতম লক্ষ্য হল সংস্কৃতিকর্মী বৃদ্ধির পাশাপাশি শিল্প-সংস্কৃতি বোদ্ধা, সমালোচক ও সংস্কৃতিপ্রেমী মানুষের সংখ্যা বৃদ্ধি করা।
আমরা মঞ্চের চেয়ে মঞ্চের সামনের মানুষের সংখ্যা বৃদ্ধি করতে চাই। আর শিল্পকলা একাডেমি আয়োজিত অ্যাপ্রিসিয়েশন কোর্সসমূহের মূল লক্ষ্য ও উদ্দেশ্যও তাই।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ও থিয়েটার অ্যাপ্রিসিয়েশন কোর্সের পরিচালক ড. আফসার আহমেদ, একই বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক এবং ডান্স অ্যাপ্রিসিয়েশন কোর্সের পরিচালক ড. সোমা মমতাজ, সরকারি সংগীত কলেজের সহযোগী অধ্যাপক ও মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্সের পরিচালক কমল খালিদ, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের পরিচালক জাহিদুর রহিম অঞ্জন এবং বিশিষ্ট শিল্প সমালোচক ও আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্সের পরিচালক মইনুদ্দিন খালেদ।
বাসস/সবি/এমএআর/১৯৫০/-আসচৌ