প্রস্তুতি ম্যাচে ২৮৩ রানের টার্গেট পেলো বাংলাদেশ

174

কলম্বো, ২৩ জুলাই ২০১৯ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে সফরের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে জয়ের জন্য ২৮৩ রানের টার্গেট পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশ।
স্বাগতিকদের পক্ষে দাসুন শানাকা সাত নম্বরে ব্যাট হাতে নেমে অপরাজিত ৮৬ রান করেন। তার ৬৩ বলের ইনিংসে ৬টি করে চার ও ছক্কা ছিলো। এছাড়া সিহান জয়সুরিয়া ৭৮ বলে ৫৬ ও ভানুকা রাজাপাকসে ৩২ রান করেন। বাংলাদেশের পেসার রুবেল হোসেন ও সৌম্য সরকার ২টি করে, তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমান-ফরহাদ রেজা ১টি করে উইকেট নেন।
একমাত্র প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ২৬ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা জাতীয় দল।