বাসস দেশ-৩৭ : মিরপুর জ্যোতিভবনেই সমাহিত হলেন সুফি সাধক শেখ আবদুল হানিফ

569

বাসস দেশ-৩৭
হানিফ- দাফন
মিরপুর জ্যোতিভবনেই সমাহিত হলেন সুফি সাধক শেখ আবদুল হানিফ
ঢাকা, ২২ জুলাই, ২০১৯ (বাসস) : হাক্কানী মিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুফি সাধক শেখ আবদুল হানিফকে মিরপুর ৬ নম্বর জ্যোতিভবনের নীচতলায় তাঁর দর্শন কক্ষে সমাহিত করা হয়েছে।
আজ সকাল ১১টা ১ মিনিটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, বি.বি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, জাতীয় সংসদ সচিবালয়ের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব ও পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ টিপু, হাক্কানী মিশন ও বাহাকাশের ভক্তবৃন্দ, হাক্কানী বিদ্যাপীঠের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্য ভক্তবৃন্দ অংশ নেন।
জানাজার আগে সুফি সাধক শেখ আবদুল হানিফের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন সকল ভক্তবৃন্দ। এ সময় শাহ সাহেবদের মধ্যে ইমতিয়াজ সুলতান টিটু, শওকত আলী খান, নাছরিন সুলতানা, খালেদা খানম রুনু, শাহনাজ বেগম, জুবায়ের আহমেদ, রাসেল, এস. সি রুদ্র, মো. জাহাঙ্গীর, আলাউদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২০ জুলাই শনিবার ভোরে বীর মুক্তিযোদ্ধা সুফি সাধক শেখ আবদুল হানিফ চিরনিদ্রা নেন বলে গোলাম কিবরিয়া স্বপন নামে একজন ভক্ত জানান।
বাসস/সবি/এমএআর/২২০৫/-এইচএন