বাসস দেশ-৩০ : সারদা পুলিশ একাডেমি পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

311

বাসস দেশ-৩০
রিভা-পুলিশ
সারদা পুলিশ একাডেমি পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার
রাজশাহী, ২২ জুলাই, ২০১৯ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস আজ সারদা বাংলাদেশ পুলিশ একাডেমি পরিদর্শন করেছেন।
এ সময় তিনি ভারতীয় অর্থায়নে প্রতিষ্ঠিত সাইবার অপরাধ ও আইটি প্রশিক্ষণ সুবিধা সম্পন্ন বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ একাডেমি পরিদর্শন করেন।
হাইকমিশনার পুলিশ একাডেমিতে পৌঁছলে একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. নজিবুর রহমান তাকে অভ্যর্থনা জানান। এ সময় তাকে গার্ড অফ অনার দেয়া হয়। একাডেমীতে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।
এরপর, হাইকমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। তখন তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবাহান অভ্যর্থনা জানান। জাদুঘর পরিদর্শনকালে হাইকমিশনার বন্ধুপ্রতিম দুই দেশের মাঝে শিল্প ও সংস্কৃতি সম্পর্কিত সহযোগিতা আরো বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
ভারতীয় হাইকমিশনাররের সঙ্গে রাজশাহীর সহকারি হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি এবং দ্বিতীয় সচিব (ভিসা এবং কন্সুলার) বিশাল জ্যোতি দাস উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসই/২০০৫/কেএমকে