বাসস দেশ-২০ : বিকেএসপির সার্বিক উন্নয়নের জন্য ডিপিপি প্রণয়নের সুপারিশ

146

বাসস দেশ-২০
কমিটি- যুব ও ক্রীড়া
বিকেএসপির সার্বিক উন্নয়নের জন্য ডিপিপি প্রণয়নের সুপারিশ
ঢাকা, ২২ জুলাই, ২০১৯ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আন্তর্জাতিক মানের ক্রিড়াবিদ গড়ার স্বার্থে বিকেএসপির সার্বিক উন্নয়নে একটি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্ল্যান (ডিপিপি) প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ হয়।
কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির বিগত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক কার্যক্রম এবং মুজিববর্ষ ‘২০২০’ উদযাপনের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ‘মুজিববর্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের প্রস্ততির বিষয় তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আর্চারীতে ৬টি স্বর্ণ পদক, ৭টি রৌপ্য পদক ও ৪টি তা¤্রপদক এবং অ্যাথলেটিক্সে ১০টি স্বর্ণ পদক, ৬টি রৌপ্য পদক ও ৪টি তা¤্রপদক, বক্সিং এ ৫টি স্বর্ণপদক, ৫টি রৌপ্য পদক, ৯টি তা¤্র পদকসহ আরো অন্যান্য প্রতিযোগিতায় বিভিন্ন পদক অর্জন করে।
বিকেএসপি তে প্রয়োজনীয় জনবল সংকট দূর করতে মন্ত্রণালয়ে চাহিদা প্রেরণের জন্য পদক্ষেপ নিতে কমিটি সুপারিশ করে।
সভায় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৮১০/শআ