বাসস ক্রীড়া-৩ : নেশন্স কাপের ব্যর্থতায় মরক্কোর কোচের পদত্যাগ

160

বাসস ক্রীড়া-৩
ফুটবল-কোচ
নেশন্স কাপের ব্যর্থতায় মরক্কোর কোচের পদত্যাগ
রাবাত, ২২ জুলাই, ২০১৯ (বাসস) : আফ্রিকান নেশন্স কাপের ব্যর্থতায় মরক্কো জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন হার্ব রেনার্ড। বেনিনের কাছে পরাজিত হয়ে নেশন্স কাপের শেষ ১৬’ থেকে বিদায় নিতে হয়েছিল মরক্কোকে।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে রেনার্ড বলেছেন, ‘জীবনের দীর্ঘ ও সুন্দর একটি অধ্যায়ের ইতি টানার সময় এসেছে। এখানে কোন আবেগ বা দু:খ নেই। তবে নেশন্স কাপের ব্যর্থতায় সিদ্ধান্তটা অনিবার্য ছিল। আমরা সবাই এবারের নেশন্স কাপ নিয়ে অনেক বেশী আশাবাদী ছিলাম। কিন্তু এটাই ফুটবল।’
২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে মরক্কোর প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন এই ফ্রেঞ্চম্যান। তার অধীনে উত্তর আফ্রিকান দলটি দুই দশক পরে গত বছর রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জণ করে।
আফ্রিকার বেশ কয়েকটি দেশে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন রেনার্ড। একমাত্র কোচ হিসেবে তিনি দুটি আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জেতার কৃতিত্ব অর্জণ করেন। ২০১২ সালে জাম্বিয়া ও তিন বছর পর আইভরি কোস্টের হয়ে শিরোপা জিতেছিলেন রেনার্ড।
বাসস/নীহা/১৬২৫/স্বব