জয়পুরহাটে দশ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

607

জয়পুরহাট, ২১ জুলাই, ২০১৯ (বাসস) : ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ রোববার ১০ দিনব্যাপী বৃক্ষমেলা আজ শুরু হয়েছে।
জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসাবে ১০ দিনব্যাপী এই ফলদ ও বনজ বৃক্ষমেলার উদ্বোধন করেন।
জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শুরু হওয়া এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ আয়োজিত এ ফলদ ও বনজ বৃক্ষমেলায় ৩১টি স্টল স্থান পেয়েছে।
আজ জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বৃক্ষমেলার উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম সোলায়মান আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুধেন্দ্রনাথ রায়, বিভাগীয় বন কর্মকর্তা সুবেদার ইসলাম প্রমুখ।