বাসস দেশ-৩৯ : কর্নেল তাহের দেশপ্রেমিক বিপ্লবী বীর আর জিয়া বিশ্বাসঘাতক

334

বাসস দেশ-৩৯
তাহের – মৃত্যুবার্ষিকী
কর্নেল তাহের দেশপ্রেমিক বিপ্লবী বীর আর জিয়া বিশ্বাসঘাতক
ঢাকা, ২১ জুলাই, ২০১৯ (বাসস) : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, কর্নেল তাহের ছিলেন মহান দেশপ্রেমিক বিপ্লবী বীর আর জিয়া বিশ্বাসঘাতক-খলনায়ক।
মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের কমান্ডার কর্নেল তাহেরের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে। জাসদ এ দিনটি কর্নেল তাহেরের হত্যা দিবস হিসাবে পালন করে।
দলের সহ-সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের (মা-লে) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সাংবাদিক শফিকুর রহমান এমপি; জাসদ স্থায়ী কমিটির সদস্য, কর্নেল তাহেরের অনুজ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার, নাদের চৌধুরী প্রমুখ।
রাশেদ খান মেনন এমপি কর্নেল তাহেরকে অভিবাদন জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাভাবিকভাবেই একটি অস্থির সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে।
শিরীন আখতার বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদ কর্নেল তাহেরসহ শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সকল দেশপ্রেমিক ব্যক্তি ও শক্তিকে কাজ করতে হবে।
শফিকুর রহমান বলেন, হাইকোর্টের রায়ে কর্নেল আবু তাহের একজন মহান দেশপ্রেমিক হিসাবে সম্মানের স্থান পেয়েছেন এবং জিয়াউর রহমান একজন ঠান্ডা মাথার খুনী হিসাবে চিহ্নিত হয়েছেন। তিনি ১৯৭৭ সালের ২ অক্টোবর বিমান বাহিনীর অফিসার-সৈনিক হত্যাসহ জিয়ার আমলে সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে সকল অফিসার-সৈনিক হত্যা-খুন-গুমের ঘটনার তদন্ত দাবি করেন।
বাসস/সবি/কেসি/১৯৩৫/কেএমকে