বাজিস-১০ : যবিপ্রবিতে বিশ্বমানের হ্যাচারি ও ওয়েট ল্যাব উদ্বোধন

163

বাজিস-১০
যবিপ্রবি- হ্যাচারি উদ্বোধন
যবিপ্রবিতে বিশ্বমানের হ্যাচারি ও ওয়েট ল্যাব উদ্বোধন
যশোর, ২১ জুলাই ২০১৯ (বাসস) : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আজ বিশ^মানের ‘হ্যাচারি অ্যান্ড ওয়েট ল্যাব’ উদ্বোধন করা হয়েছে।
যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দীন আজ যবিপ্রবি’র বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের পূর্বপাশে নবনির্মিত হ্যাচারি অ্যান্ড ওয়েট ল্যাব-এর উদ্বোধন করেন।
‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’-এর অংশ হিসাবে আজ রোববার যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে যবিপ্রবি’তে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনাসভা, ফিশ রেসিপি মেলার আয়োজন করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের গ্যালারিতে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন- যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দীন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন কিশোর মজুমদার, ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি আলহাজ¦ ফিরোজ খান প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৯২০/এমকে