বাসস দেশ-৩৫ : জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে ক্যাট সভাপতির মতবিনিময়

129

বাসস দেশ-৩৫
জনপ্রশাসন-সাক্ষাৎ-ক্যাট
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে ক্যাট সভাপতির মতবিনিময়
ঢাকা, ২১ জুলাই, ২০১৯ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী এম ফরহাদ হোসেনের সাথে আজ রোববার বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তার কক্ষে ক্যাট সভাপতি আলী নিয়ামতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ক্যাট সভাপতি ও ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের সম্পাদক আলী নিয়ামত প্রতি জেলায় জেলা প্রশাসনের মাধ্যমে তামাক-মাদক-জঙ্গি-দুর্নীতি-ভেজাল-ধর্ষণ-খুন বিরোধী জনমত তৈরি ও প্রচার অভিযান পরিচালনার জন্য ক্যাট’র পক্ষ থেকে প্রতিমন্ত্রীর কাছে লিখিত প্রস্তাবনা জমা দেন।
প্রতিমন্ত্রী প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে বলেন, ‘জেলা প্রশাসনের মাধ্যমে প্রতি জেলায় কমিটি গঠন করে তামাক-মাদক-জঙ্গি-দুর্নীতি-ভেজাল-ধর্ষণ-খুন বিরোধী জনমত তৈরি ও প্রচার অভিযান পরিচালনা করা সময়ের দাবি। এ বিষয়ে একটি পরিপত্র জারিকরণে জনপ্রশাসন সচিবকে নির্দেশনা প্রদান করা হবে।’-
ক্যাটের উপদেষ্টা ও দৈনিক বঙ্গজননীর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান জিয়া এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/জেডআরএম/১৯১০/শআ