বাজিস-৪ : পিরোজপুরে মাদক বিক্রেতাকে ৬ বছরের কারাদন্ড

140

বাজিস-৪
পিরোজপুর-কারাদন্ড
পিরোজপুরে মাদক বিক্রেতাকে ৬ বছরের কারাদন্ড
পিরোজপুর, ২১ জুন, ২০১৮ (বাসস) : জেলায় আজ এক মাদক বিক্রেতাকে ৬ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম আজ এ কারাদন্ডের আদেশ দেন।
মামলার নথিসূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের ইউনুচ মৃধার পুত্র জিয়াউল হক মৃধা ওরফে জুয়েল ২০১৬ সালের ২৩ ডিসেম্বর সোনাখালী বাজার সংলগ্ন পাকা রাস্তায় গোয়েন্দা পুলিশের এএসআই আমিনের হাতে গ্রেফতার হয়। এ সময় তার কাছে রক্ষিত ২০৫ পিস ইয়াবা পুলিশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানায় আমিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে সাব-ইন্সপেক্টর সাইদুল ইসলাম চার্জশিট দাখিল করেন। মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের আদালতে এলে আদালত রাষ্ট্রপক্ষের ৯ জনের সাক্ষী গ্রহণ করে এবং অপরাধ প্রমাণিত হওয়ায় জিয়াউল হক মৃধাকে ৬ বছরের কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের পিপি খান মো. আলাউদ্দিন এবং আসামীপক্ষে মো. ফজলুল হক এ মামলাটি পরিচালনা করেন।
বাসস/সংবাদদাতা/আহো/১৪০৫/নূসী