বাসস দেশ-৭ : বন্যা আশ্রয়ণকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্বারোপ

115

বাসস দেশ-৭
কমিটি- দুর্যোগ
বন্যা আশ্রয়ণকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্বারোপ
ঢাকা, ২১ জুলাই, ২০১৯ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়ণকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় বন্যা আশ্রয়ণকেন্দ্র নিমার্ণ প্রকল্প বাস্তবায়নের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয় হয়।
সভায় কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মোঃ আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মাসুদ উদ্দিন চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা সভায় অংশগ্রহণ করেন।
সভায় সঠিক স্থান নির্বাচন করে জনস্বার্থে ও প্রয়োজনের নিরিখে সেতু বা কালভার্ট নির্মাণ করার সুপারিশ করা হয়। এছাড়াও এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য পরামর্শ দেয়া হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৫৫০/-এমএবি