বাসস ক্রীড়া-৬ : ভিএআর’র বিপক্ষে ব্রাজিলের অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা

193

বাসস ক্রীড়া-৬
ফুটবল-বিশ্বকাপ
ভিএআর’র বিপক্ষে ব্রাজিলের অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা
সোচি, ২১ জুন ২০১৮ (বাসস) : সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভিডিও এসিসটেন্ট রেফারির বিপক্ষে করা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা।
ব্রাজিলিয়ান ফেডারেশন সূত্র জানিয়েছে সুইজল্যান্ডের সমতা সূচক গোলটির আগে ধাক্কা দেবার বিষয়টি ও গ্যাবিয়েল জেসুসের পেনাল্টির আবেদন নিয়ে ভিএআর এর বিপক্ষে করা ব্রাজিলের আবেন ফিফা আমলে নেয়নি। এক্ষেত্রে ফিফা স্পষ্টভাবে জানিয়েছে ভিএআর শুধুমাত্র ম্যাচ পরিচালনাকারী রেফারির স্পষ্ট কিছু ভুল শুধরে দেবার জন্যই ব্যবহৃত হয়ে থাকে।
ব্রাজিলিয়ান ফেডারেশনের দাবী পুরো বিষয়টি পুনর্বিবেচনা করলে অবশ্যই তা ব্রাজিলের পক্ষেই যেত। এক্ষেত্রে ভিএআর বিষয়টি অবহেলা করেছে।
বাসস/নীহা/১৩০০/স্বব