বাসস দেশ-৩১ : নিস্কলুষ ছাত্রদের নেতা বানানোর আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

313

বাসস দেশ-৩১
স্বরাষ্ট্রমন্ত্রী-সম্মেলন
নিস্কলুষ ছাত্রদের নেতা বানানোর আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকা, ২০ জুলাই, ২০১৯ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকল ক্ষেত্রে নিস্কলুষ ছাত্রদেরই নেতা বানানোর জন্য ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন ‘ যাদের ছাত্রত্ব আছে, তাদেরকে নেতা নির্বাচিত করুন। যার নামে কোনো কলঙ্ক নেই এমন নেতা নির্বাচন করুন। যাদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারে।’
আজ শনিবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী নজীবুল্লাহ হীরু ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা বক্তব্য দেন। সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার যে চ্যালেজ্ঞ মোকাবেলা করতে যাচ্ছি তার নেতৃত্ব কে দিবে? এই ছাত্রলীগকেই সেই নেতৃত্ব দিতে হবে, তার জন্য তাদেরকে প্রস্তুত হতে হবে।’
তিনি বলেন, ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করেছি, তারও নেতৃত্ব এই ছাত্রলীগকেই দিতে হবে। আমরা সেই স্বপ্নই দেখছি, আমরা আশা করি বাংলাদেশ ছাত্রলীগ সেই ভূমিকাটাই নিবে। নতুন নতুন নেতা এসে আমাদের শূণ্য স্থানগুলো পূরণ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রী ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্বের ইতিহাস ও গৌরব সমুন্নত রাখার নির্দেশনা দিয়ে বলেন, ‘সংগঠন যাকে নেতা নির্বাচন করবে তাকেই নেতা হিসেবে সবাইকে মানতে হবে। সবাই প্রধানমন্ত্রীর আস্থাভাজন ছাত্রলীগ হবেন এটাই আমার প্রত্যাশা। প্রধানমন্ত্রী আপনাদের নিয়ে স্বপ্ন দেখেন। আপনাদের নিয়ে স্বপ্ন দেখেন বলেই তিনি একের পর এক বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো পূরণ করে যাচ্ছেন।’
সম্প্রতি আশরাফুল ইসলাম টিটনকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করে ২০ জুলাই সম্মেলনের দিন ঠিক করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বাসস/এএসজি/এমএমবি/২০১৫/জেহক